ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলকুচি যুবদল সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বেলকুচি যুবদল সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৪ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ কোর্ট গেট ও বেলকুচি উপজেলার গাবগাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি পৌর যুবদলের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোশারফ হোসেন আকন্দ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বিরদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের জেলা পরিদর্শক (১) মো. ওহেদুজ্জামান ‍জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।