ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইগাতীতে যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ঝিনাইগাতীতে যুবলীগ নেতা গ্রেফতার ছবি : প্রতীকী

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় স্থানীয় যুবলীগের সাবেক নেতা আবু তাহেরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ৫টার দিকে নকলা উপজেলা সদর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



তাহের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত জাল মামুদ ওরফে জালু সেকের ছেলে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার তাকে দুই মামলায় আদালতে সোপর্দ করা হবে।
  
কমিটি গঠন কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে গত ২৮ নবেম্বর রাতে আবু তাহের ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহম্মেদের নেতৃত্বে একদল নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। বাধা দিতে গেলে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমসহ ৭  নেতাকর্মীকে মারধর করে তারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।