ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে ৪ বাস, রাজারবাগে প্রাইভেটকারে আগুন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
যাত্রাবাড়ীতে ৪ বাস, রাজারবাগে প্রাইভেটকারে আগুন ছবি : ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী ৪টি বাসে ও রাজারবাগ পুলিশলাইনের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের কয়েকটি গ্রুপ মিলে পৃথক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রেণে আনেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

** রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।