ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার সারাদেশে হরতাল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বৃহস্পতিবার সারাদেশে হরতাল

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলি চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার রাতে (১৩ জানুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাতে দলটির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালিত হবে।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেয়া হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। তার কোমর ও উরুতে দু’টি করে চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বাংলানিউজকে বলেন, রাত পৌনে নয়টার দিকে দুর্বৃত্তরা রিয়াজ রহমানকে বহনকারী গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় তিনি (রিয়াজ রহমান) আহত হন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত আটটার দিকে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান রিয়াজ রহমান। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর সাড়ে আটটার দিকে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পরই তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।

খালেদা জিয়া তার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

রিয়াজ রহমানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আমার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে পুলিশ বেষ্টনীর অদূরে তার ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। বিরোধী দলের ওপর এমন নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, সরকারের উচ্চ মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর রিয়াজ রহমান এমন হামলার শিকার হলেন। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের ধরে আইনামলে এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

বিএনপি প্রধান বলেন, দেশে সুপরিকল্পিতভাবে এ ধরনের ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যকলাপের পরিণাম শুভ হবে না বলে আমি ক্ষমতাসীনদের সতর্ক করে দিচ্ছি। সন্ত্রাস, গুপ্ত হামল‍া, গুম, খুনের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে তার পুরো দায় শাসক মহলকেই বহন করতে হবে।  

বিবৃতিতে রিয়াজ রহমানের আশু সুস্থতাও কামনা করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫/আপডেট: ০০৫০ ঘণ্টা.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।