ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভাটারা-উত্তরায় শিবিরের মিছিল, রাস্তায় আগুন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ভাটারা-উত্তরায় শিবিরের মিছিল, রাস্তায় আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা ও উত্তরায় মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা ২০ মিনিট রাস্তা অবরোধ করে আগুন দেয়।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্র শিবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ভাটারা থানা শিবিরের সভাপতি আব্দুর রহমান, গুলশান থানার সভাপতি মিজানুর রহমান, সাবেক শিবির নেতা আব্দুল কাইয়ুমসহ স্থানীয় শিবির নেতারা।

একই সময়ে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় ঢাকা মহানগরী উত্তর শাখা শিবিরের প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে হরতালের সমর্থনে শিবির আরেকটি মিছিল করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ওই মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজিব, দক্ষিণখান ছাত্র শিবিরের সভাপতি কামরুজ্জামান সোহাগ, উত্তরখানের সভাপতি কেরামত আলীসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।