ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপি-আ’লীগ সংঘর্ষে ডিবি পুলিশসহ আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
কুমিল্লায় বিএনপি-আ’লীগ সংঘর্ষে ডিবি পুলিশসহ আহত ৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল আমিনুল ও কোতোয়ালি যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেন নয়জন আহত হয়েছেন।

 

এদের সবাইকে কুপিয়ে জখম করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ প্রায় দুই শতাধিক রাবার বুলেট ছুড়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
সদস্যরাও পুলিশকে সহায়তা করে।

আহত যুবদল নেতা মোমেনসহ দু’জন সদর হাসপাতালে ও দু’জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ, র‌্যাব, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে (বেলা সাড়ে ১১টা) বিএনপি নেতাকর্মীরা রাণীরদিঘীরপাড়ে, আওয়ামী লীগ নেতাকর্মীরা পূবালী চত্বর ও কান্দিরপাড়ে এবং পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বাংলানিউজকে বলেন, আমাদের একজন কনস্টেবলকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে বিস্তারিত জানাবো ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

** কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ চলছে, আহত ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।