ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনায় নিরুত্তাপ হরতাল, আটক ২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
পাবনায় নিরুত্তাপ হরতাল, আটক ২৯ ছবি: প্রতীকী

পাবনা: সারাদেশে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি পাবনায়। তবে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ।



হরতালের কারণে পাবনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। তবে সড়ক ও মহাসড়কগুলোতে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুপুর পর্যন্ত জেলার কোথাও হরতাল সমর্থকদের মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।
 
পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, হরতালে পাবনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, নাশকতার আশঙ্কায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।