ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালের বিপক্ষে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হরতালের বিপক্ষে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে হরতাল ও অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শতাধিক আইনজীবী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।



এতে নেতৃত্ব দেন ঢাকা বার শাখার সভাপতি অ্যাডভোকেট হেমায়েত হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু ও সংগঠনটির সাংগঠিক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক।

মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে শুরু হয়ে সিএমএম আদালতের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।