ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেককে দেশে ফেরত আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
তারেককে দেশে ফেরত আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার আনিসুল হক ও তারেক রহমান

ঢাকা: বিভিন্ন মামলার ‘পলাতক আসামি’ ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



আইনমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামি তারেক রহমান। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এছাড়া মিডিয়ায় তারেকের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত।

তাই শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।