ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভালুকায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ভালুকায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।

এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, হোটেলের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. আমানুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল কাদের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে। তবে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন কিনা সেটা জানা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।