ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ’লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বগুড়ায় আ’লীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের প্রতিবাদে বগুড়ায় মিছিল করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ কর্মীরা।



প্রত্যক্ষদর্শীরা জান‍ান, জেলা শহরের সাতমাথার টেম্পল রোড দলীয় কার্যালয় থেকে বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।      

সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরো সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।