ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিলেটে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে লাঠি হাতে হরতালবিরোধী মিছিল করেছে মদনমোহন কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে কলেজের সামনে থেকে মিছিলটি বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।



মিছিলটি স্থানীয় রিকাবিবাজার পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে তা আবার একই স্থানে এসে শেষ হয়। সমাবেশ থেকে সাধারণ মানুষকে হরতাল বর্জন করার আহ্বান জানানো হয়।

এদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা ও মহানগর আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল বের করার কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।