ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে শহর শ্রমিকদলের সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
নোয়াখালীতে শহর শ্রমিকদলের সভাপতি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: হরতালে নোয়াখালীতে মিছিল-সমাবেশ করার সময় শহর শ্রমিকদলের সভাপতি ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শহর মাইজদীর জজকোর্ট এলাকায় মিছিল করে শ্রমিকদল।

পুলিশি ব্যাকিকেড থাকায় মিছিলটি ওই এলাকায় থেকে প্রধান সড়কে উঠতে পারেনি।

মিছিল শেষে একই স্থানে শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ইমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সভাপতি হেলাল উদ্দিন, শহর শ্রমিকদলের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি আলী আজগর, শ্রমিকদল নেতা মাহবুবুর রহমান রানা, সজিব উল্লা প্রমুখ।

শ্রমিকদলের সমাবেশ চলাকালে ঘটনাস্থল থেকে শহর শ্রমিকদলের সভাপতি ওমর ফারুককে আটক করে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলা শহর মাইজদী বাজার এলাকায় অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা। মিছিল থেকে একটি সিএনজি চালিত অটোরিকসায় আগুন দেয় তারা। এছাড়া বিভিন্ন স্থানে ৪/৫টি গাড়ি ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।