ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
জামালপুরে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

জামালপুর: জামালপুরে সকাল-সন্ধ্যা হরতালে অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার নান্দিনা পশ্চিম বাজার সিএনজি চালিত অটোরিকশাস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।



দুপুর সাড়ে ২টার দিকে শহরের জিগাতলা ও রেলগেট এলাকায় দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও দেওয়ানপাড়ায়
একটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

হরতাল চলাকালে সকাল থেকে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুর ২টার পর ক্রমান্বয়ে খুলতে শুরু করে। হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।