ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে পেট্রোল বোমা হামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রংপুরে পেট্রোল বোমা হামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২৫

রংপুর: মিঠাপুকুরের বাটাসনে ঢাকাগামী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামায়াত নেতা শাহীন মিয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, মিঠাপুকুর বাটাসন ফতেহপুর থেকে শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে এ পর্যন্ত গ্রেফতার হওয়া এজাহারভুক্ত মোট ২৫ জন আসামি পুলিশ হেফজতে রয়েছে।

জননিরাপত্তা আইনে দায়ের করা এ মামলার ১৩৮ জন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

** রংপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় ১৩৮ জনের নামে মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।