ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে ছাত্রদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হবিগঞ্জে ছাত্রদল নেতা আটক ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া ঝলক (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 
 
আটক ঝলক হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক।
 
স্থানীয়রা জানায়, দুপুরে দুর্বৃত্তরা শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকায় পুলিশ সুপার বাসভবনের ফটক লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আল আমিন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীকে লাগলে তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন।
 
তাৎক্ষণিক হবিগঞ্জ সদর থানা পুলিশ আল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 
পরে, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে ঝলককে আটক করা হয়।
 
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।