ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রায়গঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ, আহত ১

সিরাজগঞ্জ: হরতাল চলাকালে সিরাজগঞ্জে রায়গঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আরিফ হোসেন নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।



এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা রায়গঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করছিল। এসময় পিকেটাররা একটি ভটভটি ও অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ১ জন আহত হন। এঘটনায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে জানান, বিএনপি’র অফিস ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

অপরদিকে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় হরতাল সমর্থকরা সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়ায় একটি সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।