ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপিসহ ২০দলের ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কমলনগরের হাজিরহাট বাজারে ছাত্রলীগ মিছিল বের করে।

এর আগে দুপুরে লক্ষ্মীপুর শহরে জেলা ছাত্রলীগের একাংশ মিছিল বের করে।

মিছিলটি লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ একাডেমির সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, লক্ষ্মীপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আজিম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক ছগির আহমেদ ইমন, সদস্য ফজলুল করিম সাইমুন, সদর থানা ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ আহমেদ শরীফ, সহ সভাপতি রাজিব দেবনাথ প্রমুখ।

বক্তারা বিএনপি’র ডাকা হরতাল-অবরোধকে দেশ বিরোধী উল্লেখ করে তা প্রতিহত করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।