ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

আদালতে হাজিরা না দিতেই হরতাল ডেকেছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
আদালতে হাজিরা না দিতেই হরতাল ডেকেছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতির মামলায় আদালতে হাজিরা না দিতেই খালেদা জিয়া বৃহস্পতিবারের হরতাল ডেকেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, রিয়াজ রহমানের ওপরে হামলার প্রতিবাদে নয় বরং দুর্নীতির মামলায় আদালতে হাজিরা না দিতেই খালেদা জিয়া বৃহস্পতিবার হরতাল ডেকেছেন।


 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রিয়াজ রহমান আহত হয়েছেন মঙ্গলবার। আর খালেদা জিয়া বুধবার হরতাল না ডেকে হরতাল ডেকেছেন বৃহস্পতিবার।

তিনি আরো বলেন, যেদিন খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন থাকে, ওই দিনই বিএনপি দেশে হরতাল ডাকে অথবা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন।

হাছান মাহমুদ বলেন, কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতি ও অমিত শাহের সঙ্গে মিথ্যা ফোনালাপের ঘটনা নিয়ে বিএনপি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। এখন বিশ্বনেতাদের কাছ থেকে সহানুভূতি পেতে নিজ দলের সন্ত্রাসীদের দিয়েই রিয়াজ রহমানের ওপরে হামলা চালিয়েছে বিএনপি।

পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।  

ড. হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির সন্ত্রাসীরা যেভাবে জনগণের ওপর হামলা করছে। তাতেই বোঝা যায়, বিএনপি আসলে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না। তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়।

অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান, অধ্যাপক ফজলুল হক, এম এ করিম, হাসিবুর  রহমান মানিক।   

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।