ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল পালন করায় দেশবাসীকে খালেদার ধন্যবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হরতাল পালন করায় দেশবাসীকে খালেদার ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করায় ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জানান।


 
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, অবৈধ সরকারের নিষ্ঠুর জুলুম-নির্যাতনের পরও ২০ দলীয় জোটের আহবানে বৃহস্পতিবার হরতাল স্বতঃস্ফূর্ত ও সাফল্যজনকভাবে পালিত হওয়ায় দেশবাসী ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।
 
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, শত বাধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও বৃহস্পতিবারের হরতালের সংবাদ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে সংগ্রহ ও প্রচার করায় গণমাধ্যমের সকল সাংবাদিক ও সংবাদ সংগ্রহের কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।