ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

নবযাত্রার বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
নবযাত্রার বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার কামরুল হাসান নাসিম

ঢাকা: নব যাত্রার বিএনপির ঘোষণা দেওয়া কামরুল হাসান নাসিম সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


 
গত ৯ জানুয়ারি বিএনপির দুই শীর্ষ নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানকে অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলনে আলোচনায় আসেন নিজেকে সাংবাদিক, গবেষক ও রাজনীতিক পরিচয় দেওয়া কামরুল হাসান নাসিম। এ সময় তিনি নতুন বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছিলেন।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নব যাত্রার বিএনপি জানায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা বিষয় ও দলের ভবিষ্যত কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। হোটেল ওয়েস্টিনের ব্রোঞ্জ কনফারেন্স রুমে বেলা ১১টা ১৭ মিনিটে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
 
এতে আরও বলা হয়, ১৪ জানুয়ারি একেবারেই শেষ মুহূর্তে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) জিয়াউর রহমানের কবর জিয়ারতের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে অনুমতি না দেওয়ায়, দলের পক্ষ থেকে ওই কর্মসূচি পালন করা থেকে বিরত থাকা হয়।
 
দেশের বর্তমান এই অবস্থায় রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, শাসনরীতি ও রাজনৈতিক সংস্কৃতি ও দলের রাজনৈতিক ক্রান্তিলগ্ন থেকে উত্তরণে একটি অর্থবহ সংবাদ সম্মেলন হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
 
এরআগে, গত ৯ জানুয়ারি এই দলের সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি অবৈধ। খালেদা ও তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের গঠনতন্ত্র থেকে দূরে সরে গেছে। এ সময় জিয়াউর রহমানের বিএনপিকে ফেরত এনে নবযাত্রার নয়া যুগের বিএনপির ঘোষণাও করেন কামরুল হাসান নাসিম।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।