ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
তালায় বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক

তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক বিএনপি-জামায়াতের কর্মীরা হলেন- তালা উপজেলার অভয়তলা গ্রামের বদরউদ্দীন মোল্লার ছেলে ডা. সাইফুল ইসলাম (৩৮), নগরঘাটা গ্রামের লোকমান আনছারীর ছেলে আব্দুল হাই (৪৯) ও বাগমারা গ্রামের সামছের শেখের ছেলে আব্দুল আহাদ (৩৫)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের নামে পাটকেলঘাটা থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো  হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।