ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াত-বিএনপির ৭ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
গাইবান্ধায় জামায়াত-বিএনপির ৭ কর্মী আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: ২০দলের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে নাশকতার অভিযোগে গাইবান্ধা জেলায় জামায়াত ও বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।



আটকরা হলেন- সদর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আশরাফুল ইসলাম (৪০), সাদুল্যাপুর উপজেলার কিশামত বড়বাড়ি গ্রামের হাফিজুর বাকির ছেলে হারুন অর রশিদ  (৪০), সাদুল্যাপুর শহরতলীর সাদুল্যাপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫), সুন্দরগঞ্জ উপজেলার রামনজল গ্রামের নাজির উদ্দিনের ছেলে রেজাউল আলম (৩৩), গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের মৃত একাব্বরের ছেলে আবুল কালাম আজাদ (৪৮), বাগদা বিশুরিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও গোবিন্দগঞ্জ শহরের মাস্টারপাড়া গ্রামের একে শেখ মাহামুদের ছেলে মোকাদ্দেম হোসেন (৪০)।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকরা বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।