ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

শেষ হলো হরতাল, অবরোধ চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
শেষ হলো হরতাল, অবরোধ চলবে

ঢাকা: অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়।

গত ৬ জানুয়ারি থেকে চালিয়ে আসা অবরোধে রাজধানী ঢাকায় তীব্র যানজট দেখা গেলেও বৃহস্পতিবারের হরতালে যান চলাচল ছিলো তুলনামূলক কম।


 
সে কারণে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মনে করছেন, অবরোধের চেয়ে হরতালই এই মুহূর্তে বেশি কার্যকর।
 
তারপরও অবরোধ তুলে নেওয়া বা স্থগিত করার কোনো চিন্তা-ভাবনা আপাতত বিএনপির হাইকমান্ড করছেন না বলে জানা গেছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। অনেকেরই ধারণা ছিল, ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হয়তো অবরোধ কর্মসূচি স্থগিত করবে ২০ দল।
 
কিন্তু বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ শিথিল বা স্থগিত করার কোনো খবর পাওয়া যায়নি।
 
বরং বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো দুই দফা বিবৃতিতে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের পাঠানো স্থায়ী কমিটির বিবৃতিতেও অবরোধ স্থগিত বা শিথিল করার ব্যাপারে কোনো ইঙ্গিত নেই।
 
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ড্যাব নেতারাও সাংবাদিকদের জানিয়েছেন, আন্দোলন আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে দেশবাসী ও ২০ দলীয় জোট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
 
সুতরাং খুব শিগগিরই অবরোধ কর্মসূচি থেকে যে দেশ নিস্কৃতি পাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।