ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
লক্ষ্মীপুরে পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ি ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯ টার  দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুর্বৃত্তরা দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে আরও দু’টি ককটেল নিক্ষেপ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সময় : ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।