ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কুলিয়ারচরে বিএনপির ২২ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কুলিয়ারচরে বিএনপির ২২ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির ২২ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০ টায় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কুলিয়ারচর উপজেলার বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে চলাচলকারী ২টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদকে প্রধান আসামি করে ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।