ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপির ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কুমিল্লায় বিএনপির ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল কামরুল হাসান আহতর ঘটনায় জেলা দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১২ টায় কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আদিল মাহমুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।



জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মামলার আসামি হয়েছেন বলে জানা গেছে ।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আদিল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য,  বৃহস্পতিবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ চলাকালে ডিবি কনস্টেবল কামরুল হাসানকে কুপিয়ে আহত করা হয়।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা,  জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।