ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবিরের ভাঙচুর, আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
গাজীপুরে শিবিরের ভাঙচুর, আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: অবরোধ সমর্থনে গাজীপুরে মিছিল করেছে শিবিরকর্মীরা। এ সময় তারা বাসে ও রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া পিয়ারা বাগান এলাকার বাইপাস সড়কে মিছিল করে শিবিরকর্মীরা। এ সময় তারা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

সূত্র জানায়, গাজীপুর মহানগর শিবিরের সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের
নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাসান মেহরাব, ভাওয়াল কলেজ সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।