ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ পোড়ানো মানুষের রাজনীতি নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
মানুষ পোড়ানো মানুষের রাজনীতি নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুড়িয়ে মানুষ হত্যা ও দগ্ধ করা মানুষের রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন দগ্ধ রোগীদের দেখতে আসেন তিনি।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, হরতাল-অবরোধের নামে ককটেল-পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও সাধারণ মানুষ দগ্ধ করা মানুষের রাজনীতি হতে পারে না।

তিনি বলেন, দগ্ধ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এমনকি বাইরে থেকেও কোনো ওষুধ তাদের কিনতে হবে না। দগ্ধদের অনুদান দেওয়া হয়েছে, এ অনুদান দেওয়া অব্যাহত থাকবে।

এর আগে ‍ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন দগ্ধ রোগীর হাতে পাঁচ হাজার টাকা করে অনুদান তুলে দেন হাছান মাহমুদ।

এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুর সোবহান গোলাপ, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লায়লী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।