ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

বিজিবি মহাপরিচালকের বক্তব্যে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বিজিবি মহাপরিচালকের বক্তব্যে জামায়াতের নিন্দা

ঢাকা: সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে নেতাকর্মীদের ওপর গুলি চালানোর জন্য বিজিবি মহাপরিচালক যে নির্দেশ দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’।

‘বিজিবি মহাপরিচালকের এ নির্দেশ অসাংবিধানিক ও বিদ্যমান আইনের পরিপন্থি’- উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব হঠকারী, অসাংবিধানিক ও বেআইনি সিদ্ধান্ত পালন করা থেকে বিরত থাকা উচিত। আর এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি’।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।