ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

এক সপ্তাহের মধ্যে বিএনপির আন্দোলন ব্যর্থ হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এক সপ্তাহের মধ্যে বিএনপির আন্দোলন ব্যর্থ হবে ছবি: সুরঞ্জিত সেনগুপ্ত /ফাইল ফটো

ঢাকা: আগামী এক সপ্তাহের মধ্যে বিএনপির আন্দোলন শোচনীয়ভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, নাশকতাকারীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো দিন সংলাপ করবে না। আপনারা যতই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন, সবাই আপনাদের সহিংস পথ পরিহারের কথাই বলবেন।

তিনি বলেন, বিএনপির যেসব নেতারা আমেরিকার কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করেছেন, খালেদা জিয়া তাদের বহিষ্কার করেছেন। ভালো কথা। এই মিথ্যা বলার জন্য যদি নেতারা বহিস্কার হতে পারেন, তাহলে বিজেপি প্রধান অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ নিয়ে মিথ্যাচার করার কারণে আপনিও (খালেদা জিয়া) বহিষ্কার হওয়া উচিত। আপনাকে বহিষ্কার করবে কে? এক অপরাধের জন্য ভিন্নদণ্ড হতে পারে না। এ ঘটনার পর আপনি তো বিএনপির চেয়ারপারসন থাকতে পারেন না।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫ আপডেট সময়: ১৬২০ ঘণ্টা.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।