ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে পদত্যাগের আল্টিমেটাম নবযাত্রার বিএনপির

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
খালেদাকে পদত্যাগের আল্টিমেটাম নবযাত্রার বিএনপির ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করার সময় বেধে দিয়েছে ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে সদ্যগঠিত নবযাত্রার বিএনপি’। অন্যথায় আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে দলটি।



শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে নবযাত্রার বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিম এ আলটিমেটাম ও হুমকি দেন।

তিনি ঘোষণা দেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করবে নবযাত্রার বিএনপি। এছাড়া, ৬ ফেব্রুয়ারি আরও একটি সংবাদ সম্মেলন করা হবে।

নিজেকে সাংবাদিক, গবেষক ও রাজনীতিক পরিচয় দিয়ে কামরুল হাসান নাসিম  বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দলের গঠনতন্ত্র থেকে দূরে সরে গেছেন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।

তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়া নিজেসহ আদর্শচ্যুত নেতাদের নিয়ে পদত্যাগ না করলে এবং সব কমিটি ভেঙে না দিলে ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের সকল পর্যায়ের ১৭শ’ নেতাকর্মী নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে এবং জিয়ার বিএনপিকে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।

বর্তমান বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই উল্লেখ করে কামরুল হাসান নাসিম বলেন, এ দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। চলছে স্বৈরতন্ত্র। দলের মধ্যে খালেদা ও তারেকের বক্তব্যই চূড়ান্ত হিসেবে ধরা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের বিএনপিতে আজ ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশে নগ্ন রাজনীতি করছেন। আর তারেক রহমান বিদেশে বসে তালেবানি কায়দায় দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন।

আগামী ১৫-৪৫ দিনের মধ্যে প্রায় সব গ্রহণযোগ্য নেতৃত্বকে নবযাত্রার বিএনপিকে দেখা যাবে বলেও জানান তিনি।

নেতৃত্বে বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির কে কে থাকবেন- জানতে চাইলে কামরুল হাসান নাসিম বলেন, অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা আমার পেছনে আছেন, আমি সামনে এসেছি। অপেক্ষা করেন, কিছু চমক দেখতে পাবেন।   কৌশলগত কারণেই এখন সব বলা যাচ্ছে না।

এক প্রশ্নের উত্তরে নবযাত্রার বিএনপির মুখপাত্র বলেন, সময় হলে আগামী সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অথবা গুলশান কার্যালয়েও সংবাদ সম্মেলনে করবে নবযাত্রার বিএনপি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।