ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

মন্ত্রীর কথা না শুনলে পিএসসির কারো চাকরি যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
মন্ত্রীর কথা না শুনলে পিএসসির কারো চাকরি যাবে না ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তদবিরের ভিত্তিতে প্রশাসন চালালে প্রজাতন্ত্রে দুর্বলতা ও প্রশাসনে অদক্ষতা সৃষ্টি হয় জানিয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সরকারের কাছে কোনোভাবেই নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কোনো মন্ত্রীর তদবির না শুনলে পিএসসির কারো চাকরি যাবে না বলেও জানান মন্ত্রী।


 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সার্ক দেশগুলোর পাবলিক সার্ভিস কমিশন/সিভিল সার্ভিস কমিশন প্রধানদের চতুর্থ সম্মেলন উপলক্ষে আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তদবির সংস্কৃতি মেধার অপচয় ঘটায় জানিয়ে ইনু বলেন, তদবিরের ভিত্তিতে প্রশাসন চলে না, প্রশাসনে অদক্ষতার সৃষ্টি হয়। তদবির চালালে রাজতন্ত্র-প্রজাতন্ত্র দুর্বল থাকে। তদবির সংস্কৃতি থেকে প্রশাসন ও পিএসসিকে বাইরে রাখতে হবে।

ত্রুটি থেকে বেরিয়ে আসতে হলে একটু সাহস এবং মেরুদণ্ড থাকতে হবে। উপরের চাপ-নিচের চাপের অজুহাত দিয়ে প্রশাসন চালালে গণতন্ত্র অবশ্যই দুর্বল থাকবে। এই প্রতিষ্ঠান তদবিরের বাইরে রাখবেন।

কোনো মন্ত্রীর কথা না শুনলে চাকরি হারাবেন না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, হেনস্তা হতে পারেন, সেটা বেআইনি হেনস্তা। পিয়নের অপরাধ মাফ করবো, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অপরাধ মাফ করা যাবে না।

বিসিএস ক্যাডার ছাড়াও সরকারি বিভিন্ন দফতরে নিয়োগের জন্য কাজ করে পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, পিএসসিতে সুস্পষ্টভাবে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ কোনো ভুল ধারনা লালন করে থাকলে, তা দূর করুন। পিএসসি সংবিধানের আলোকে কাজ করে। এ প্রতিষ্ঠানের উপর কেউ খবরদারি করে না, করলেও গ্রহণের কোনো সুযোগ নেই। এখানকার সিদ্ধান্ত পূর্ণাঙ্গ কমিশনের সভায় বিচার-বিশ্লেষণ এবং প্রচলিত আইন, পিএসসির বিধিবিধান অনুসরণ করে করা হয়।

অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, সদস্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ সাদিক, সচিব শাহজাহান আলী মোল্লা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

** প্রাক্তন প্রধানমন্ত্রীর দুঃখ পাওয়ার কিছু নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।