ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির অবরোধে জনসম্পৃক্ততা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বিএনপির অবরোধে জনসম্পৃক্ততা নেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: বিএনপির অবরোধে জনসম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
তিনি বলেন, কোথাও অবরোধ নেই।

তারা চোরাগোপ্তা হামলা করে মানুষ পুড়িয়ে মারছে। এ অবরোধের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
 
নাসিম বলেন, বিএনপি যা করছে এটা কোনো অবরোধ না। অবরোধের নামে এ ‘অশুভ শক্তি’ মানুষ হত্যার ষড়যন্ত্র।
 
অবরোধে সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সরকারের এ মন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।