ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বতর্মান রাজনৈতিক অবস্থা দেশের জন্য অশনি সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বতর্মান রাজনৈতিক অবস্থা দেশের জন্য অশনি সংকেত ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বতর্মান রাজনৈতিক অবস্থা দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।



বদরুদ্দোজা চৌধুরী বলেন, ধীরে ধীরে রাজনৈতিক প্রেক্ষাপট যে মোড় নিচ্ছে, তা দেশের জন্য একটি অশনি সংকেত। একসময় এটি খারাপ পর্যায়ে চলে যেতে পারে।

তিনি বলেন, সমাধানের জন্য কথা বলতে হবে। এর কোনো বিকল্প নেই। আর বলা তো যায় না, যদি বিদেশিদের হস্তক্ষেপে দেশে কোনো সঙ্কটের সৃষ্টি হয়, তাহলে সেটি দেশের জন্য খুবই লজ্জাজনক হবে।

সমাবেশ করতে দেওয়া নিয়ে তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে দিলে দেশের কি ক্ষতি হতো! অথচ তারা তো ঠিকই ১২ তারিখে সমাবেশ করেছেন।

বিএনপির এসব কমর্সূচিতে তার সমর্থন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু খালেদা জিয়াকে সমাবেশ করতে বাধা দিয়ে তারা (সরকার দলীয় নেতাকর্মী) দেশের এ পরিস্থিতি সৃষ্টি করেছেন, ফলে এর মাশুল তো তাদেরকেই দিতে হবে। কারণ দুই দুইবার সরকার বাস মিস করেছে।

তিনি বলেন, সরকারপক্ষ বলেছিল, দরকার হলে তারা ক্ষমতা ভাগ করে নিয়ে দেশের জন্য কাজ করবেন। অথচ আজ বিএনপিকে কথাই বলতে দেওয়া হচ্ছে না।

রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বতর্মানে তিনি সুস্থ রয়েছেন। কিন্তু তার অনেক ক্ষতি হতে পারতো। অবশ্যই যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবে সরকার।

যেহেতু রাজনৈতিক অস্থিরতার সময় এ দুঘর্টনা ঘটেছে, সেহেতু এর পেছনে রাজনৈতিক কারও হাত রয়েছে বলেও আশঙ্কা করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন রিয়াজ রহমান। এসময় তার গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।