ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বাঘারপাড়ায় রোববার যুবদল-ছাত্রদলের হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বাঘারপাড়ায় রোববার যুবদল-ছাত্রদলের হরতাল ছবি: প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়ায় রোববার (১৮ জানুয়ারি) হরতাল ডেকেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি টিএস আইয়ূব এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মশিয়ার রহমানের মুক্তি দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।



বাঘারপাড়া উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান শুক্রবার(১৬ জানুয়ারি) মোবাইল ফোনে হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৩ জানুয়ারি বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মশিয়ার রহমান পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের পৃথক দুইটি মামলায় উচ্চ আদালতের চার সপ্তাহের জামিন শেষে যশোর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ০৫ জানুয়ারি সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যা ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি টিএস আইয়ূব হোসেনকে পাঁচটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক দেখিয়ে আদালতে পাঠায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই মামলায় তিনি কারাগারে রয়েছেন। এছাড়াও ০৭ জানুয়ারি যশোরে তিনটি বাস পোড়ানো ও হেলপারকে পুড়িয়ে মারার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় তারা পলাতক রয়েছেন।
               
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।