ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

কামালের পায়ে গুলি করা হবে, অভিযোগ স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কামালের পায়ে গুলি করা হবে, অভিযোগ স্ত্রীর এটিএম কামাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হবে, এমন হুমকির অভিযোগ উঠেছে বন্দরের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগটি করেছেন কামালের স্ত্রী সালমা সুলতানা।

কামালের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশের কাছে একটি আবেদনও করেছেন তিনি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সদর মডেল থানার এসআই আতাউর রহমান।

পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তবে জানিয়েছে, কামালকে ধরতে অভিযান চলছে।

সূত্র জানায়, এসআই আতাউরই ওই অভিযানে নেতৃত্ব দেন।

গত বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনে সালমা সুলতানা জানান, এটিএম কামালকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবারও বাবুরাইল, ভূইয়াপাড়া, বৌ-বাজার, নলুয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার এস আই আতাউর রহমান। বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপি কর্মীদের কাছে এসআই আতাউর বলছেন, এটিএম কামালের পায়ে গুলি করা হবে যেন দুই পায়ে আর কখনো দাঁড়াতে না পারে, রাজপথে মিছিল মিটিং করতে না পারে। চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এটা করার জন্য উপরের নির্দেশ রয়েছে।

অভিযোগের একটি কপি বাংলানিউজের কাছেও এসেছে। এ বিষয়ে বাংলানিউজের কথা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, পুলিশ কোন অপেশাদার কাজ করবে না। গুলির নির্দেশের যে অভিযোগ সেটা আদৌ সত্য হয়।

আর খোদ অভিযুক্ত সদর মডেল থানার এস আই আতাউর রাহমান বাংলানিউজকে বলেন, এটিএম কামালকে গ্রেপ্তারে অভিযান চলছে তবে গুলি করা হবে বলে হুমকির কথা সত্য না।

নারায়ণগঞ্জ নগর বিএনপির আলোচিত সেক্রেটারী এটিএম কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। দ্রুত বিচার আইন, সহ পুলিশের দায়ের করা কয়েকটি মামলাতেও উল্লেখযোগ্য আসামির তালিকাতে কামালের নাম রয়েছে।

এ অবস্থায় পরিবারের সবার চরম উৎকণ্ঠায় দিন কাটছে বলে চিঠিতে উল্লেখ করেন সালমা ইয়াসমিন।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।