ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
শনিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রংপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি মোজাফ্‌ফর হোসেন সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন।



সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ক্ষমতার অপব্যাবহার করে ক্ষমতায় টিকে থাকতে দলীয় চেয়ারপারসনকে গৃহবন্দি করে রেখেছে। ২০ দলীয় জোটের আন্দোলনকে একঘরে করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলা করে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে।

মোজাফ্‌ফর হোসেন জানান, গত ১০ দিনে রংপুর জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।

এরপর যদি আর কোনো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেফতার করা হয়, তাহলে রংপুরে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামুসহ দলের অন্য নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময় ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।