ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে জামায়াতের পৌর আমিরসহ ১৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সৈয়দপুরে জামায়াতের পৌর আমিরসহ ১৯ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

নীলফামারী: গোপন বৈঠক করার সময় নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের পৌর আমির ও সেক্রেটারিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় জামায়াত নেতা আব্দুল কাদেরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।


 
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশে তারা গোপন বৈঠক করছিল, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সৈয়দপুর পৌর আমির মোস্তাকিম ও সেক্রেটারি সরফ উদ্দিন খানসহ ১৯জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ওই বাড়ি থেকে অভিযানের সময় সাতটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছ।

বাংলাদেম সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।