ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার দেখা পেলেন না জিয়া ফাউন্ডেশনের নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
খালেদার দেখা পেলেন না জিয়া ফাউন্ডেশনের নেতারা খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে তার সাক্ষাৎ পেলেন না জিয়া ফাউন্ডেশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় ফাউন্ডেশনের সভাপতি ডা. ফরহাদ আলম ডোনার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, আমরা দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ম্যাডাম অসুস্থ থাকায় দেখা করা যায়নি।

এর আগে বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডা. ফরহাদ আলম ডোনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।  

প্রতিনিধি দলে ডা. ফরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন ডা. আবদুল করিম, ডা. শহিদুল আলম, ডা. মাহবুব আলম, ডা. মাহবুবুল হক, ডা. আবদুল ওয়াহেদ মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

** খালেদার কার্যালয়ে জিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।