ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় শহর যুবলীগের আহ্বায়ক কামাল গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কুমিল্লায় শহর যুবলীগের আহ্বায়ক কামাল গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় শহর যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।



শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত কামাল উদ্দিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল খানের ভাগিনা।

জেলা আওয়ামী লীগ সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বাংলানিউজকে জানান, সদরের আমড়াতলী এলাকার জামবাড়ী গ্রামে স্থানীয় একটি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যার উদ্দেশে সদর এমপি সমর্থিত মহানগর যুবলীগের একটি গ্রুপ তার গাড়ি বহরে হামলা চালায়।

এসময় অপর গ্রুপের ছোড়া গুলিতে শহর যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী গুলিবিদ্ধ হয়। তাকে হত্যা করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলে জানান মাসুদ পারভেজ।

তিনি আরও জানান, পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই নেতা।

এদিকে শহর যুবলীগ গ্রুপের হামলায় কায়সার নামে আমড়াতলী ইউনিয়নের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন এমপি বাহার সমর্থিত যুবলীগের অপর গ্রুপটি।

কুমিল্লা সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামসুজ্জামান বাংলানিউজকে জানান, দু’গ্রুপের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেম সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।