ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কুমিল্লায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

কুমিল্লা: নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা ও মামলার প্রতিবাদে রোববার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০দলীয় জোট।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।



জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ মোল্লা টিপু বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছন।

বৃহস্পতিবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ চলাকালে ডিবি কনস্টেবল কামরুল হাসানকে কুপিয়ে আহত করা হয়। পরে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।