ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রিয়াজকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রিয়াজকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বিএনপি মাহবুব-উল-আলম হানিফ

ঢাকা: বিএনপি খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



হানিফ বলেন, বিএনপি উন্মাদ হয়ে গিয়েছে। এজন্য তারা নিজেদের নেতাকর্মীদের হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না। তারই ধারাবাহিকতায় রিয়াজ রহমানের উপর হামলা চালানো হয়েছে। তাকে বলির পাঠা বানানো হয়েছে।

দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল নিয়ে হানিফ বলেন, অবরোধের নাটক করে দেশবাসীকে ১১ দিন অবরুদ্ধ রেখেছেন খালেদা। অবরোধের নামে হাতবোমা, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ আর খালেদার অবরোধের নাটক দেখতে চায় না।

তিনি বলেন, গত এক বছর ধরে সরকার দেশ পরিচালনা করে আসছে। এসময় দেশের স্থিতিশীলতা ফিরে এসেছে। আর ঠিক তখনই বিএনপি দেশের অগ্রগতি স্থবির করে দিতে তাদের পাকিস্তানি প্রভুদের নির্দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা শুরু করেছে।

এর মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান।  

খালেদাকে উদ্দেশ্য করে হানিফ বলেন, অপেক্ষা করুন, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। এর আগে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টি করে কোনো লাভ নেই।

তিনি আরও বলেন, অবরোধ-হরতালে ক্ষয়ক্ষতির সমস্ত দায় বিএনপিকেই নিতে হবে। এজন্য আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেউ বাদ যাবে না।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।