ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকাকে বাসযোগ্য করার দাবি সিপিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ঢাকাকে বাসযোগ্য করার দাবি সিপিবির

ঢাকা: রাজধানীকে সবার জন্য বাসযোগ্য করার দাবি জানিয়েছেন সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সেগুনবাগিচা শাখা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা বলেন, একদিকে  হরতাল-অবরোধ প্রতিরোধে সরকারের কঠোর হুশিয়ারি অন্যদিকে মানুষ পুড়িয়ে প্রতিপক্ষের চূড়ান্ত নৈরাজ্য। একদিকে বাড়িওয়ালাদের দফায় দফায় বাড়ি ভাড়া বৃদ্ধি অন্যদিকে সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা। ঢাকা আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ঢাকাকে বসবাসের উপযোগী করতে হলে সবাইকে একত্রে প্রতিবাদ করতে হবে।

সেগুনবাগিচা থানা সিবিবির সাধারণ সম্পাদক পোষ্ফেন দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সিপিবির সদস্য ও পল্টন থানার সাধারণ সম্পাদক সিকান্দার হায়াত, সদস্য মুর্শেদুল ইসলাম, কার্তিক চক্রবত্তি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।