ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রামপুরায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রামপুরায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রামপুরায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।



রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অটোরিকশাটিতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীরা পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা তা‍ৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে অটোরিকশাটির খুব বেশি ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।