ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার পদত্যাগের সময় বেঁধে দিতে নাসিম কেউ না

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
খালেদার পদত্যাগের সময় বেঁধে দিতে নাসিম কেউ না খালেদা জিয়া ও কামরুল হাসান নাসিম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদত্যাগ করার সময় বেঁধে দিয়ে সংবাদ সম্মেলন করা কামরুল হাসান নাসিম বিএনপির কেউ নয়, তিনি মানসিক ভারসাম্যহীন ও বিকারগ্রস্ত। তিনি সরকারের এজেন্ডা বাস্তবায়ন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।



শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক এসকে সাদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সদ্যগঠিত নবযাত্রার বিএনপি’ গঠনের কথা জানান এর মুখপাত্র কামরুল হাসান নাসিম।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করার সময় বেঁধে দেন তিনি। অন্যথায় আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর সব পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে দলটি।

নাসিম কৃষক দলের কেউ নয় উল্লেখ করে সংবাদ জাতীয়তাবাদী কৃষক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েস্টিন হোটেলে জনৈক কামরুল হাসান নাসিম নামে এক ব্যক্তির সংবাদ সম্মেলনের বিষয়টি কৃষক দলের নজরে এসেছে। তিনি নিজেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়ায় আমরা এ ব্যাপারে বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা কৃষক দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কামরুল হাসান নাসিম নামে কোনো ব্যক্তি অতীতে কোনো দিন কৃষকদলের কোনো পদ তো দূরের কথা, বিএনপির কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বর্তমানেও নেই।

একই সাথে বিজ্ঞপ্তিতে দেশের যেখানেই কামরুল হাসান নাসিমকে পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

** খালেদাকে পদত্যাগের আল্টিমেটাম নবযাত্রার বিএনপির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।