ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার বিকেলে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের পাশে বুড়িখোড়া নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের কর্মসংস্থান বেড়েছে, আয় বেড়েছে। দেশের প্রবৃদ্ধি বেড়েছে। সাধারণ মানুষ বিভিন্ন উৎপাদনমূলক কাজে বিদ্যুৎ ব্যবহার করছে। সারের সমস্যা নেই, কৃষিতেও বেড়েছে উৎপাদন।

আসাদুজ্জামান নূর বলেন, আমরা কখনো বিরোধী দলে গেলে দেশের সম্পদ ধ্বংস করবো না। মানুষ খুন করবো না। সরকারের গঠনমূলক সমালোচনা করবো। সরকারের ভুলগুলো ধরিয়ে দিব। তাতে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের নিয়মে একদল ক্ষমতায় থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে। রাজনীতিতে সমালোচনা থাকবে, যৌক্তিক বিরোধিতা থাকবে। আমরা সরকারে আছি, অন্য দল আমাদের সমালোচনা করুক। সরকারের কাজের ভুলগুলো ধরিয়ে দিক।

এর আগে বুড়িখোড়া নদীর ওপর এলজিইডির অধীনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো প্রকল্পের অধীনে প্রায় ১ কোটি ৩৬ লাখ (১,৩৫,৯৩.২৩৩ টাকা) ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১০-২০১১ অর্থবছরে। সেতুটি নির্মাণের ফলে ওই এলাকার ২০ সহস্রাধিক মানুষের দীর্ঘ ৬৫ বছরের দাবি পূরণ হলো।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মককর্তা বাসেত আলী, সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলিমুদ্দীন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।