ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা  হরতাল ছবি: প্রতীকী

 বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


 
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় ২০দলের আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে জোটের নেতাদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  
 
এ সময় উপস্থিত নেতাদের সম্মতিক্রমে রোববার বরিশাল বিভাগের ছয় জেলায় (বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা) সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, নিরাপত্তার স্বার্থে সভার স্থান প্রকাশ করা হয়নি।
 
২০দলের বিভাগীয় কমিটির এ সিদ্ধান্ত ইতোমধ্যে জেলা কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫            

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।