ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় অবরোধের পক্ষে-বিপক্ষে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বগুড়ায় অবরোধের পক্ষে-বিপক্ষে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পক্ষে-বিপক্ষে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।



প্রত্যক্ষদর্শীরা জান‍ান, শুক্রবার সকাল থেকেই আগের দিনগুলোর মতোই আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা শহরের সাতমাথাস্থ টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে দেশ জুড়ে ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেন তারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দেনের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একইদিন সকাল সোয়া ৯টার দিকে শাজাহানপুর উপজেলাধীন বনানী এলাকায় অবরোধের পক্ষে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপি’র সভাপতি মাহবুবর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উন-নবী সালাম, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা,  জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।