ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩ ছবি : প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে স্থানীয়দের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় স‍ূত্রে জানা যায়, কয়েক যুবক জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাসুদেব সিনহা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক সবাই কিশোর। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।